আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বিনোদন ডেস্ক;-
বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের পরিচালক জ্যোতিকা জ্যোতি একাডেমিতে সহকর্মীদের তোপের মুখের বের যান।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে অফিসে যাওয়ার পর এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও চিত্রে এই ঘটনা দেখা যায়।
এরপর ফেসবুক লাইভে এসে জ্যোতিকা জ্যোতি বলেন, আমি আজ অফিসে গিয়েছিলাম। যাওয়ার পর প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। বাইরে আমাদের সহকর্মীদের কিছু মানুষকে উত্তেজিত দেখেছি। আমাদের আরেকজন পরিচালক আছেন, তিনি আমাকে বিষয়টি বলেন।
তিনি আরও বলেন, আমাদের মহাপরিচালক এসে আমাকে বলেন, এই অবস্থায় কেন আসছেন আপনারা? এগুলো আমাকে সামলাতে দেন। তারপর যে সিদ্ধান্ত হয় হবে। আপনারা চলে যান। এরপর আমার রুমে গিয়ে নিজের ব্যক্তিগত জিনিস ব্যাগে ভরি। তখন লবিতে গিয়ে বাইরের লোকজনের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু তারা কথা বলতে চান না। ওই মুখগুলো আগে পরিচিত থাকলেও সেই মুখগুলো আজ খুব অপরিচিত লাগছিল।
তিনি ফেসবুকে কেঁদে কেঁদে আরও বলেন, এই অপমান কি আমার প্রাপ্য ছিল? কোনো দলের সমর্থক ছিলাম বলে কি দেশটা আমার নয়? আমি তাহলে কোথায় যাব?