আজ শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

Logo
৬ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

৬ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক :–

৬ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং আইসিবি।

আজ রবিবার তাদের ছুটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

৬ ব্যাংকের মধ্যে চারটি ব্যাংক আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে। ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। বাকি দুই ব্যাংক হলো- এক্সিম ব্যাংক এবং আইসিবি।

জানা গেছে, এডিবির অর্থায়নে ৬টি ব্যাংকের ফরেনসিক অডিট শুরু করছে বিদেশি অডিট ফার্ম। স্বচ্ছতার সঙ্গে অডিট সম্পন্ন করতে তারা চায় বর্তমান এমডিরা কেউ দায়িত্বে না থাকুক। যে কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে মৌখিকভাবে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com