আজ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

Logo
News Headline :
মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার মৌলভীবাজারে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল খুবির ভর্তি পরীক্ষায় সুপেয় পানির জন্য “ মুগ্ধ পানি কর্ণার” ২৬ বিশ্বকাপে খেলার ব্যাপারে যা বললেন মেসি গরমে প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবতে পূর্ণিমাকে দেখে আফসোস নেটিজেনদের!
দেশের ব্যাংকিং লেনদেন কমে যায় প্রায় দেড় লাখ কোটি টাকা।

দেশের ব্যাংকিং লেনদেন কমে যায় প্রায় দেড় লাখ কোটি টাকা।

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক;-

ছাত্র-জনতার আন্দোলনের প্রভাবে জুলাই মাসে দেশজুড়ে নেমে আসে এক অস্থির পরিস্থিতি। ঐ মাসে দেশের ব্যাংকিং লেনদেন কমে যায় প্রায় দেড় লাখ কোটি টাকা। আন্দোলন দমাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি এবং সাধারণ ছুটি ঘোষণা করে; যা ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রমকে স্থবির করে তোলে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, জুলাইয়ে ব্যাংকিং লেনদেনের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৬৬ হাজার ৬৪৩ কোটি টাকা, যা জুনে ছিল ৭ লাখ ১৩ হাজার ৯৯০ কোটি টাকা। ফলে এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে ১ লাখ ৪৭ হাজার ৩৪৭ কোটি টাকা, যা ২০ দশমিক ৬৪ শতাংশের সমান

দেশে চেক, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি), ক্রেডিট এবং ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও এজেন্ট ব্যাংকিং মাধ্যমে লেনদেন হয়। এর মধ্যে সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে চেক, ইন্টারনেট ব্যাংকিং এবং এমএফএসের মাধ্যমে লেনদেন।গত ১৭ জুলাইয় রাত থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ এবং ১৮ জুলাই রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। এরপর টানা পাঁচদিন সব ধরনের ইন্টারনেট শাটডাউন ছিল, যেখানে মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল ১০ দিন। ইন্টারনেট সেবা ফিরলেও তার গতি ছিল একেবারেই ধীর।চেকের পরই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। জুলাইয়ে এমএফএসের মাধ্যমে ১ লাখ ২২ হাজার ৯২৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা জুনে ছিল ১ লাখ ৫৫ হাজার ৮৩৫ কোটি টাকা। এই ক্ষেত্রে এক মাসে লেনদেন কমেছে ৩২ হাজার ৯১৩ কোটি টাকা, যা ২১ দশমিক ১২ শতাংশের সমান।ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে জুলাইয়ে লেনদেনের পরিমাণ ৮২ হাজার ৫৭৬ কোটি টাকা, যেখানে জুনে ছিল ১ লাখ ৪ হাজার ৫০৫ কোটি টাকা। ফলে এক মাসে লেনদেনে কমেছে ২১ হাজার ৯২৯ কোটি টাকা, বা ২০ দশমিক ৯৮ শতাংশ।

ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রেও পতন ঘটেছে। জুলাইয়ে ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন হয় ৩৭ হাজার ৪৭৭ কোটি টাকা, যা জুনে ছিল ৪৭ হাজার ৮৩৯ কোটি টাকা। এক মাসের ব্যবধানে কমেছে ১০ হাজার ৩৬২ কোটি টাকা, বা ২১ দশমিক ৬৬ শতাংশ। ক্রেডিট কার্ডের মাধ্যমে জুলাইয়ে লেনদেন হয়েছে ২ হাজার ৬৫৪ কোটি টাকা, যেখানে জুনে ছিল ৩ হাজার ৫২ কোটি টাকা। এই ক্ষেত্রেও কমেছে ৩৯৮ কোটি টাকা, যা ১৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com