আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক;-
বন্যার্তদের জন্য ছাত্র সমন্বয়কদের সংগৃহীত তহবিলের টাকা ব্যাংকে জমা থাকার বিষয়ে জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা ফারুক-ই-আজম জানান, বন্যায় ১১টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৪৫ লাখ ৫৬ হাজার ১১১ জন আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত ৯ লাখ ৪২ হাজার ৮২১ জন। এছাড়াও বন্যায় ৭৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৬৮ জন। মঙ্গলবার পর্যন্ত ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহিবলের জন্য ৭৯ কোটি ৫৪ লাখ ৭ হাজার ৭২২ টাকা জমা পড়েছে বলেও জানান তিনি।