আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর দিক নির্দেশনায় আবু শাহাদাত মোঃ হাসাইন পারভেজ ,অফিসার ইনর্চাজ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ও প্রত্যক্ষ সহায়তায়, ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ১নং ওয়ার্ড হইতে ০৫(পাঁচ) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম।
অদ্য ইং ৩০/১০/২০২৪ খ্রিঃ তারিখ ভোর ০৪.১৫ ঘটিকার সময় এসআই(নিঃ)/আঃ মোতালেব, এটিএসআই নীল রতন, ভোলা সদর টাউন পুলিশ ফাঁড়ির ফোর্সের সহায়তায়, ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডস্থ পুরাতন পান বাজার গীতা মেডিকেল হল ঔষধের দোকানের সামনে পাকা সড়কের উপর হইতে ০৫(পাঁচ) কেজি গাঁজাসহ ১। আব্দুল কাইয়ুম(৩২), সাং-চেওড়া রাস্তার মাথা, সাহেব নগর, ডিমতলী, ওয়ার্ড নং-০২, ১১নং চেওড়া ইউপি, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে ধৃত করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়েছে।