আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :–
ভোলার চরফ্যাশনে মাকসুদা (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযাগ, পারিবারিক কলহের জেরে মাকসুদাকে গলাটিপে হতার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
মঙ্গলবার রাতে হাজারীগঞ্জ চর ফকিরা গ্রামের স্বামী ইউসুফ আলীর বসতঘরে এ ঘটনা ঘটে। পরে শশীভূষণ থানা পুলিশ বুধবার লাশ উদ্ধার করে ভোলা মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ বছর আগে চরফ্যাশনের চর মানিকা চর আইচা গ্রামের মাও. আব্দুল মাজেদের মেয়ে মাকসুদার সঙ্গে হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের দিনমজুর ইউসুফ আলীর বিয়ে হয়। মাকসুদা ইউসুফ দম্পতির মারজান নামে ৪ বছরের শিশু সন্তান রয়েছে।
গত এক সপ্তাহ স্বামীসহ বাবার বাড়িতে বেড়ানোর পর মঙ্গলবার বিকালে স্বামী ইউসুফ আলীর বাড়িতে যান মাকসুদা। বাড়িতে যাওয়ার কয়েক ঘন্টা পর ঘরের আড়ায় মাকসুদার ঝুলন্ত লাশ দেখা যায়।
মাকসুদার বাবা মাও. আব্দুল মাজেদ অভিযোগ করেন- স্বামীর পরিবারে বিভিন্ন সময় তার মেয়েকে মারধর করা হতো। ঘটনার দিন পরিবারের সকলে মিলে গলাটিপে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী ইউসুফসহ বাড়ির সব লোক আত্মগোপনে রয়েছেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, নিহতের বাবা মাও. আব্দুল মাজেদ লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।