আজ বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

Logo
News Headline :
লংগদুতে জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত বাউফলে সাংবাদিকসহ পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম  পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখা ব্যাবস্থাপকের বদলিজনিত বিদায় সম্বর্ধনা রঘুনন্দন পুর এলাকার মাহফিল বাতিল করলো কমিটি। পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল গ্রেফতার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  কুলিয়ারচরে ভূমিদস্যুদের হাত থেকে ৬৫ বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠ পূর্ণদ্ধারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন  না ফেরার দেশে চলে গেলেন বিএনপি নেতা গাজী মারুফ খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ববি ছাত্রদলের দোয়া মোনাজাত সেনাবাহিনীর পক্ষ থেকে পিরোজপুরে মুচি সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরন
বরিশালে স্কুলছাত্রী ‘ধর্ষণ’: কৃষকের যাবজ্জীবন

বরিশালে স্কুলছাত্রী ‘ধর্ষণ’: কৃষকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক :–

বরিশালে আট বছর আগে কিশোরীকে ধর্ষণের মামলায় এক কৃষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এ রায় দেন বলে বেঞ্চ সহকারী মো. আজিবর রহমান জানিয়েছেন।

দণ্ডিত মো. হারুন মোল্লা (২২) বাকেরগঞ্জ উপজেলার কালিদাসিয়া গ্রামের বাসিন্দা মো. সিদ্দিক মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। হারুনকে সাজার পাশাপাশি ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক। আনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, বাকেরগঞ্জ উপজেলার একটি স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ২০১৮ সালের ৭ মে অপহরণ করা হয়। পরে তাকে মারধর ও জখম করার হুমকি দিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ৬ জনকে আসামি করে আদালতে মামলা করেন।

তদন্ত শেষে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার এসআই মো. আ. ছবুর ২০১৮ সালের ১৩ জুলাই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক ৭ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দেন।

তিনি বলেন, অপহরণের দায়ে হারুনকে ১৪ বছর কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিচারক। অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা দিয়েছেন।

আর অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে খালাস পেয়েছেন তিন জন। রায় ঘোণার পর হারুন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমাকে ফাঁসানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com