আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

Logo
বরিশাল বিভাগে বিএনপির তৃণমূল পর্যায়ের সব কমিটি বাতিল

বরিশাল বিভাগে বিএনপির তৃণমূল পর্যায়ের সব কমিটি বাতিল

নিজস্ব প্রতিবেদক :–

বরিশাল বিভাগের বিএনপির সব ইউনিটের তৃণমূল পর্যায়ের ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা কমিটি বাতিল করা হয়েছে। আজ সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং বিভাগীয় দলনেতা আবদুল আউয়াল মিন্টু স্বাক্ষরিত এক চিঠি থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৫ নভেম্বর বরিশাল বিভাগের সব ইউনিট কমিটির কাউন্সিল ও সম্মেলন করার নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই নির্দেশনা অনুযায়ী বরিশাল বিভাগের বিএনপির সব ইউনিটের ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভার ও উপজেলা কমিটি বাতিল করা হলো। কাউন্সিল সফল করার লক্ষ্যে সাংগঠনিক নিয়মবহির্ভূত গঠিত বরিশাল বিভাগের অধীন সব ইউনিট কমিটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, বরিশাল বিভাগের টিম লিডার আবদুল আউয়াল মিন্টু কাউন্সিল সফল করার লক্ষে এই সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই দল পুনর্গঠন করা হবে।’

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com