আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে পিরোজপুর জেলা পুলিশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পিরোজপুর সদর থানা প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন পিরোজপুরের পুলিশ খাঁন মুহাম্মদ আবু নাসের।
এ সময় তিনি বলেন, প্রচণ্ড এই শীতে অসহায় ও নিম্নআয়ের মানুষেরা প্রচুর কষ্ট করেন। তাদের কষ্ট লাঘবে সমাজের বিত্তশালী ও সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা উচিত। পুলিশ যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। পুলিশের মানবিক ও জনকল্যাণমুখী কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে অসহায় মানুষেরা পিরোজপুর জেলা পুলিশের উপহারস্বরুপ এই কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. মুকিত হাসান খাঁন, পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহানসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা।