আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করেছিল। তারা তাদের এ–দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ দেশের বহু কৃতী সন্তানকে হত্যা করে। বিশেষ করে ১৪ ডিসেম্বর তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম হোসেন, পিরোজপুরের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট আশিক, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।