আজ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
পবিপ্রবি প্রতিনিধি: মোঃ ফাহিম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে সুলতানা রাজিয়া হল নামকরণ করেছেন শিক্ষার্থীরা।
২৪ ফেব্রুয়ারী (বুধবার) বিকাল ৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে পূর্বের নাম ফলক ভেঙে নতুন ভাবে সুলতানা রাজিয়া হল নাম সংযুক্ত ব্যানার টানিয়ে দেয়।
জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক পরিপত্রে বরিশাল ক্যাম্পাসের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে জুলাই ৩৬ হল রাখা হয়। তবে শিক্ষার্থীরা জানায় তাদের পছন্দের নাম না দিয়ে জুলাই ৩৬ নামকরণ করে।
এ বিষয়ে এ্যনিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের ১২তম ব্যাচের শিক্ষার্থী মাসুদা আক্তার রিফা বলেন, “আমরা কখনোই চাইনি শেখ পরিবারের কোনো সদস্যের নামে আমাদের হল থাকুক। আমরা সব সময় চেয়েছি কোনো একজন মহীয়সী নারীর নামে আমাদের হলের নাম হোক, যা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার কারণ হবে। “সুলতানা রাজিয়া” নামটি নারীদের ক্ষমতায়ন, নেতৃত্ব ও শিক্ষার প্রতীক। যিনি ইতিহাসের প্রথম মুসলিম নারী শাসক ছিলেন। তাই এই নাম সাহস, বুদ্ধিমত্তা ও নারীর ভূমিকার স্বীকৃতি প্রকাশ করে।”
এ বিষয়ে উক্ত হলের প্রভোস্ট মোসাম্মৎ কুলসুম বেগম বলেন, “শিক্ষার্থীরা প্রতিনিয়ত আমার কাছে আসে এবং জানায় কর্তৃপক্ষের দেওয়া নাম তাদের পছন্দ নয়। তারা কোনো একজন মহিয়ষী নারীকে আদর্শ হিসাবে বিবেচনা করে হলের নামকরণ করতে চায়। এই বিষয়টা আমি স্যারদের অবহিত করেছি। আগের নামটাও যেভাবে একটা প্রক্রিয়ার মাধ্যমে নামকরণ হয়েছে এইটাও একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একাডেমিক কাউন্সিল হয়ে আলোচনা সাপেক্ষে পরিবর্তন হবে।”
উল্লেখ্য যে, ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে অনেক সরকারি স্থাপনার নাম পরিবর্তন করা হচ্ছে। যার প্রেক্ষিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করার জন্য স্বাক্ষর দেয় হলের সাধারণ শিক্ষার্থীরা এবং একজন মহীয়সী নারীর নামে হলের নামকরণ করার জন্য প্রস্তাব করা হয়।