আজ সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

Logo
News Headline :
মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন পিরোজপুর জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত! কুলিয়ারচরে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা ও ইউনিয়ন অফিস উদ্বোধন পিরোজপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি  রাজনীতি নিষিদ্ধ পবিপ্রবিতে বিএনপির দুইগ্রুপের সংঘর্ষ, আহত ২ পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে হল প্রীতিভোজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গাছের সাথে এ কেমন নিষ্ঠুরতা! বোরহানউদ্দিন প্রেসক্লাব কমিটি গঠন ফয়সাল সভাপতি,সোহেল সাধারণ সম্পাদক খুলনা বিশ্ববিদ্যালয়  তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। বনিক সমিতির ক‌মি‌টি গঠনে অনিয়মের  প্রতিবাদে ব‌্যবস‌ায়ী‌দের মানববন্ধন
পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে হল প্রীতিভোজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে হল প্রীতিভোজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পবিপ্রবি প্রতিনিধি: মোঃ ফাহিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও জুলাই ৩৬ হলের যৌথ আয়োজনে হল প্রীতিভোজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

দীর্ঘ ৫ বছর পর শনিবার (২২ ফেব্রুয়ারি) বরিশাল ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে জমকালো আয়োজনে এ অনুষ্ঠানকরা হয়। এরূপ আয়োজনে ক্যাম্পাসজুড়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। যার অংশ হিসেবে বিভিন্ন আলোক সজ্জায় সজ্জিত করা হয় আবাসিক দুই হল। হল দুটির প্রবেশ পথ সহ প্রায় সকল রাস্তা সাজানো হয় দৃষ্টি নন্দন বিভিন্ন আলপনার মাধ্যমে।

সন্ধ্যা ৬ টায় জুলাই ৩৬ হলের হল প্রভোস্ট প্রফেসর মোসাম্মৎ কুলসুম বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বরণ ও আসন গ্রহণের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের হল প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে  তিনি আয়োজনে সহায়তাকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান,  ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর ড. আবুল বাশার । এছাড়াও উপস্থিত ছিলেন রিজেন্ড বোর্ড মেম্বার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, পবিপ্রবির রেজিট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দীন, এএনএসভিএম অনুষদের ডীন প্রফেসর ড. ফয়সাল কবির, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো: আতিকুর রহমান।

অনুষ্ঠানের পরবর্তী অংশ হিসেবে বিভিন্ন খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন মাননীয় অতিথিবৃন্দ এবং পরবর্তী সেগমেন্ট হিসেবে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। 

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা দূরে অবস্থান করলেও আমরা সবসময় তোমাদের সাথে আছি।  এসময় তিনি একটি ‘চেওয়া বিল’ থেকে এ বিশাল বিশ্ববিদ্যালয়ে পরিণত হবার যাত্রা তুলে ধরেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। 

বিশেষ অতিথির বক্তব্যে উপ- উপাচার্য প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান বলেন, এমন একটি অনুষ্ঠান সবার মাঝে উৎসবের ও সম্প্রিতির আমেজ ছড়িয়ে দিচ্ছে।  তিনি সবাইকে প্রীতিভোজ  ও সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগের আহ্বান জানান।

এছাড়াও  বক্তব্য  রাখেন, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান,  এএনএসভিএম অনুষদের ডীন প্রফেসর ড. ফয়সাল কবীর প্রমুখ। 

সভাপতির বক্তব্যে জুলাই ৩৬ হলের প্রভোস্ট প্রফেসর কুলসুম বেগম  অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য সকল অতিথিবৃন্দ  ও  শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।  একই সাথে তিনি সম্পূর্ণ আয়োজনের সাফল্য কামনা করেন। 

অনুষ্ঠান  সম্পর্কে অনুভূতি  জানাতে গিয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের ২০২২-২০২৩ সেশনের এক শিক্ষার্থী জানান, “বিশ্ববিদ্যালয় জীবনে প্রথমবারের মতো এমন হল ফিস্ট পেয়ে আমরা হল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাতে চাই। বছরজুড়ে ক্লাস-পরীক্ষার চাপে থাকার পর বছরের একটি দিন এমন আয়োজন আমাদের সকল ক্লান্তি অবসাদ ভুলিয়ে একটি উৎসব পালনের সুযোগ করে দেয়। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ প্রতিবছর আমাদের এমন একটি উৎসব উপহার দিবেন।”

সেইসাথে রাত ১১ টায় প্রীতিভোজের মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com