আজ বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
পবিপ্রবি প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে অধিকাংশ মাল্টিমিডিয়া প্রজেক্টর দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। শিক্ষার্থীরা বারবার বিষয়টি প্রশাসনের নজরে আনলেও ছয় মাস ধরে কোনো কার্যকরী সমাধান পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের উপর নির্ভর করে ক্লাস ও প্রেজেন্টেশন সম্পন্ন করেন। তবে এসব যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ায় পাঠদান কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও বিকল্প উপায় খুঁজতে হচ্ছে, যা শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করছে।
এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এএনএসভিএম অনুষদের একজন শিক্ষার্থী বলেন,” দীর্ঘদিন ধরে ক্লাসরুমের প্রজেক্টর গুলো নষ্ট হয়ে পড়ে আছে। প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমাদের পড়াশোনায় যথেষ্ট ক্ষতি হচ্ছে। প্রজেক্টর না থাকাই শিক্ষকরা সুষ্ঠুভাবে পাঠদানে ব্যর্থ হচ্ছেন। আমরা দ্রুত এর সমাধান চাই”।
নাম প্রকাশে অনিচ্ছুক আরো একজন শিক্ষার্থী বলেন,” আমাদের বিভিন্ন বিষয়ভিত্তিক ছবি বা জটিল ফিগার রয়েছে, প্রজেক্টর ছাড়া সেই বিষয়গুলো বুঝতে পারা অনেক কঠিন হয়ে যায়। প্রজেক্টর না থাকাই অনেক সময় স্যাররা নিজেদের ডিপার্টমেন্টের অথবা পার্সোনাল প্রজেক্টর দিয়ে আমাদের ক্লাস নেয়। যার জন্য আমাদের এবং স্যার দের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা প্রয়োজন”।
এই প্রসঙ্গে এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. ফয়সাল কবির বলেন, ” আমাদের নিউ ও ওল্ড একাডেমিক ভবনের সকল মাল্টিমিডিয়া প্রজেক্টর নষ্ট না। যেগুলো নষ্ট আছে তার কাজ চলমান। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম কাজ করছেন। খুব দ্রুতই আমরা সকল মাল্টিমিডিয়া প্রজেক্টরের সমস্যা সমাধান করতে পারব”।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দ্রুত সমাধান আসবে। তবে শিক্ষার্থীরা জানান এই ধরনের প্রতিশ্রুতি বিগত ছয় মাসেও বাস্তবায়িত হয়নি।