আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :–
রোববার সকালে জেলা সদরের শিয়ালি বাজার তেলের পাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জাহাঙ্গীর হোসেন (২৮) ও তার সহযোগী সেলিম সরদারকে (২৫)।
জানা গেছে, রোববার সকালে জেলা সদরের শিয়ালি বাজার তেলের পাম্প এলাকায় চাঁদাবাজি করার সময় জাহাঙ্গীর হোসেন নামে এক ভুয়া নৌবাহিনী সদস্য পরিচয় দানকারী ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় তার সহযোগী মো. সেলিম সরদারকেও আটক করা হয়।