আজ মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

Logo
News Headline :
জনগনের আস্থা ফেরাতে কাজ করছে আরএমপি পুলিশ  জুড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন  তজুমদ্দিনে তারুণ্যের জাতীয় ফুটবল উৎসবের সমাপনী  আজ জীবন জীবনের জন্য ফাউন্ডেশন, মুন্সিগঞ্জ এর উদ্যোগে  ছাত্র-ছাত্রীদের মাঝে  শিক্ষা সামগ্রী বিতরন করা এবং দোয়ার আয়োজন করা হয়। তামিমের অপরাজিত ৮৬, বরিশালের সহজ জয় পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বরগুনায় স্বামী সিগারেট ছাড়তে না পারায় , স্ত্রীর আত্মহত্যা ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা নয় : মান্না বদলগাছীতে গভীর নলকূপের অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগ। ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত 
নতুন বছরে প্রথম সপ্তাহে পর্যটকদের আগমনে জম জমাট কুয়াকাটা।

নতুন বছরে প্রথম সপ্তাহে পর্যটকদের আগমনে জম জমাট কুয়াকাটা।

আব্দুল মান্নান ঃ কলাপাড়া প্রতিনিধি

নতুন বছরের প্রথম সপ্তাহে পর্যটকদের আগমনে জমজমাট হয়ে উঠেছে  সাগরকন্যা কুয়াকাটা। ২০২৫ সালের প্রথম সপ্তাহে প্রথম শুক্রবার (৩) জানুয়ারি হাজার পর্যটকদের আগমনে জমজমা হয়ে উঠেছে সগর কন্য কুয়াকাটা।নতুন বছর কে ঘিরে হাজারো পর্যটক বেরাতে এসেছে সাগর কন্যা কুয়াকাটায়।মূলত এশিয়া মহাদেশের মধ্য বাংলাদেশে একমাত্র সূর্য উদয়-অস্ত দেখা যায় কুয়াকাটায়। তাই বিশেষ করে শীতের মৌসুমে হাজারো পর্যটকদের ঢল নেমে আসে কুয়াকাটায়।

এ  এছাড়াও কুয়াকাটা পর্যটকদের ঘোরার জন্য রয়েছে আকর্ষণীয় কয়েকটি স্পট। যে স্পটগুলো পর্যটকরা ঘোরার জন্য বাইক অথবা  ইজিবাইক নিয়ে ঘুরে থাকেন। কুয়াকাটা মেইন সি বিচ থেকে পূর্ব দিকে প্রায় ৮-১০ কিলোমিটার দূরে পর্যটকরা অতি সকাল বেলায় সূর্যোদয় দেখার জন্য যে থাকেন। সেখান থেকে গঙ্গা মতির লেক পাড়িয়ে ম্যানগ্রোভ ফরেস্ট, লাল কাকড়ার চর,ঝাউবন,মিশ্রি পাড়া (৩৬’) উচ্চ বোদ্ধ বিহার, রাখাইন তাত পল্লি এগুলো ঘুরে বেড়ায় পর্যটকরা।

এছাড়া বিকেলে সূর্যাস্ত দেখার জন্য কুয়াকাটার পশ্চিম দিকের বিচে ৪-৫ কিলোমিটার দূরে লেবুর বন, তিন নদীর মোহনা ঘুরে থাকেন। 
নতুন বছরে অফিস আদালত বন্ধ পেয়ে কুয়াকাটায় বেরাতে এসেছে হাজারো পর্যটক।  হাজারো পর্যটকদের ঘিরে স্বস্তিতে নিস্বাস ফেলছেন ব্যবসায়িরা।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com