আজ বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

Logo
News Headline :
পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দাখিল পরীক্ষার্থীর খাতায় লিখে দিয়ে শাস্তি পেলেন কক্ষ পরিদর্শক ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ মান্নার মৃত্যু মানে চলচ্চিত্রের অর্ধেক মৃত্যু হয়ে গেছে : মিশা সওদাগর ঢাকায় আসছেন ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী পানিতে ডুবে পবিপ্রবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চিকিৎসকের গাফিলতির অভিযোগ বার্সার সামনে ইতিহাস, রিয়ালের সামনে প্রতিশোধ: এল ক্লাসিকো আসছে! আগামী মাসে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল আজ নায়ক মান্নার ৬০তম জন্মবার্ষিকী
তজুমদ্দিনে মেজর অব. হাফিজ উদ্দিন গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তজুমদ্দিনে মেজর অব. হাফিজ উদ্দিন গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খন্দকার নিরব, ভোলাঃ

ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম গোল্ডকাপ নাইট শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ২০ দলের টানা ১ মাস ধরে চলা টুর্নামেন্টটির ফাইনালে মাওলানা কান্দি ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে তজুমদ্দিন থানা পুলিশ ক্রিকেট একাদশ। খেলা শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ, বিশেষ অতিথি থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক একেএম মহিউদ্দিন জুলফিকার, সদস্য আনোয়ার হোসেন হাওলাদার, চাঁদপুর মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জোসেফ, উপজেলা যুবদল সদস্য সচিব মোঃ শাহজাহান, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন, জাবেদ হোসেন দিপু, ইকবাল হাসান মায়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মামুন হোসেন, যুগ্ম আহ্বায়ক সোহেল তানভীর, শাহরিয়ার সেজান প্রমূখ।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সম্পাদক এমএ হালিম ও ক্রীড়া ব্যক্তিত্ব রাকিস চন্দ্র দাস।

টুর্নামেন্টটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মমিন, মোঃ সজীব।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com