আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
খন্দকার নিরব, ভোলাঃ
গুরুতর অসুস্থ ভোলার তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি ফখরে আজম পলাশ এর সঙ্গে দেখা করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর জৈষ্ঠ্য পুত্র ও লালমোহন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহরুখ হাফিজ ডিকো।
মঙ্গলবার বিকেলে ঢাকায় তাঁর নিজ বাসভবনে সাক্ষাৎ করেছেন শাহরুখ হাফিজ সহ অন্যান্যরা।
উল্লেখ্য, ফখরে আজম পলাশ গত শনিবার সন্ধ্যায় হার্টের অসুখ জনিত কারণে মিনি স্ট্রোক করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে তৎক্ষণাৎ ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কার্ডিওলজি বিভাগের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা শেষে নিজ বাসায় অবস্থান করছেন। কর্মরত চিকিৎসক বলেন, শঙ্কা এখনো কাটেনি তবে কিছুটা উন্নতি হয়েছে। তিনি তার সহকর্মীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।