আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন

Logo
আওয়ামীলীগের মতো কর্মকাণ্ড করে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: মেজর (অব.) হাফিজ 

আওয়ামীলীগের মতো কর্মকাণ্ড করে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: মেজর (অব.) হাফিজ 

খন্দকার নিরব, ভোলাঃ

ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) উপজেলার ডাকবাংলো হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, আমরা ভারতের কবল থেকে রক্ষা পেয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশকে অস্থিতিশীল করে আজ্ঞাবহ সরকার বসিয়ে বাজার দখলে নিতে চায় ভারত। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 

এসময়, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান হাওলাদার, শাহাদাত হোসেন পাটোয়ারী, মহিউদ্দিন জুলফিকার, জাকির হোসেন মনু, উপজেলা ওলামা দলের সভাপতি মাও. আঃ হালিম জাহাঙ্গীর, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, সদস্য সচিব মোঃ শাজাহান, যুগ্ম আহ্বায়ক ইকবাল হাসান মায়া, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পাটোয়ারী, সদস্য সচিব আঃ গফুর, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন, সম্পাদক মোঃ সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুন হোসেন, সদস্য সচিব শরিফ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শাহীন আলম অভি, সোহেল তানভীর, শাহরিয়ার সেজান, কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মমিন, মোঃ সজীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে, শম্ভুপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি’র সাবেক সভাপতি প্রয়াত আলমগীর খোকনের কবর জিয়ারত করা হয়।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com