আজ শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

Logo
News Headline :
আদমপুরে অবৈধ ভাবে বালু পরিবহন করায় একজনের বিনাশ্রম কারাদণ্ড, আরেকজনকে ২ লাখ টাকা জরিমানা আইনজীবী সুজন মিয়া হত্যার মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫ রেকর্ড গড়েই জয় পেল বাংলাদেশ সরকারে এলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: মির্জা ফখরুল যশোরে ছাত্রীদের শোবার ঘরে সিসি ক্যামেরা, মাদ্রাসা শিক্ষকের কক্ষে মিললো মনিটর ১৩ দিন বৃষ্টিবলয়ে থাকবে পুরো দেশ, হবে কালবৈশাখী-বজ্রপাত ঠাকুরগাঁওয়ে মোমবাতির আলোয় পরীক্ষা দিলো শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক পুলিশ হেফাজতে লংগদু জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত” বোয়ালমারীতে বাড়তি ভাড়া আদায় করায় গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা
সেনাবাহিনীর মনোবল নষ্টের পাঁয়তারা চলছে, যা নিরাপত্তার জন্য হুমকি: জিএম কাদের

সেনাবাহিনীর মনোবল নষ্টের পাঁয়তারা চলছে, যা নিরাপত্তার জন্য হুমকি: জিএম কাদের

নিজেস্ব প্রতিবেদক

শেখ হাসিনার আমলের মতো বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে ফ্যাসিবাদী কায়দায় আগামী নির্বাচনের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, তা কখনও গ্রহণযোগ্য হবে না। শুক্রবার বিকেলে দুই দিনের সফরে রংপুরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

জিএম কাদের পুলিশ বাহিনীর মনোবল নষ্টের কথা উল্লেখ করে বলেন, ‘সেনাবাহিনীর মনোবল নষ্ট করতে পাঁয়তারা চলছে।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জনগণের যে প্রত্যাশা ছিল, তা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমরা বলেছি, বর্তমান সরকার দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দেশে নৃশংসতার শেষ নেই।’

জিএম কাদের বলেন, ‘দেশের পুলিশ বাহিনীর মনোবল ধ্বংস করে দেওয়া হয়েছে, যার বড় প্রভাব পড়ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে। এখন নতুন করে সেনাবাহিনীর মনোবল নষ্ট করতে পাঁয়তারা চলছে, যা দেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি বয়ে আনবে। তাই রাজনীতির আগে দেশের সার্বিক নিরাপত্তা কাঠামোকে বাঁচাতে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানাই।’

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘বাংলাদেশ একটি ভয়াবহ দুর্যোগময় পরিস্থিতি দিকে ধাবিত হচ্ছে। পুলিশ বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও বিচারবিভাগও অপব্যববহার হচ্ছে। যেগুলোকে আর ঢেলে সাজানো সহজ হবে না। যার ফলে দেশের মানুষ চরম বিপদগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছি।’

শেখ হাসিনার কায়দায় নব্য ফ্যাসিবাদীরাও দুর্নীতির নাম করে তার ইমেজ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন জিএম কাদের।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com