আজ সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
তাজ মাহমুদ, লংগদু, (রাঙ্গামটি)
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায়
ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক এর পরিকল্পনায় ও
এজেন্ট ব্যাংকিং ডিভিশন, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি লংগদু এজেন্ট ব্যাংকিং এর আয়োজনে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী পালন করা হয়।
১৬ মার্চ, ২০২৫, রবিবার ১২ঃল টায় স্থানীয় মাইনীমুখ ইউনিয়ন পরিষদে উক্ত আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত হয়। মাইনীমুখ মার্কেন্টাইল এজেন্ট ব্যাংকিং এর উদ্যোক্তা মোঃ সাখাওয়াত হসেন সোহেলের সভাপতিত্বে ও মোঃ আমিনুল ইসলামের
পরিচালনায় অনুষ্ঠিত আর্থিক সাক্ষরতা কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্পণ কান্তি রায়, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং ডিভিশন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং ডিভিশন
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর অফিসার
মো আলী আহসান রাসেল।
এছাড়াও উপস্থিত ছিলেন মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি এর আহবায়ক মোঃ জানে আলম। মাইনীমুখ মডেল হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক তাজ মাহমুদ, করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সুলতান আহমেদ, মাইনীমুখ ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা মোঃ আন্দুল কাদের রঞ্জু, মাইনীমুখ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাজুল ইসলামসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি সকলকে ব্যাংকিং এর বিষয়ে, এজেন্ট ব্যাংকিং এর সুবিধাসমুহ, আর্থিক সঞ্চয় বৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা সম্পর্কে আলোচনা করেন এবং সকলকে অত্র ব্যাংকের সাথে থেকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।