আজ বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার
মৌলভীবাজারের কৃতি সন্তান, বিশিষ্ট কবি ও সাংবাদিক সৌমিত্র দেব টিটু আর নেই।
সোমবার ১৫ এপ্রিল সকাল ১০টার দিকে ঢাকার খিলক্ষেতের লেকসিটি এলাকায় নিজ বাসায় হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন ধরে এজমা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ অবস্থায় স্ত্রী পলা দেব তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কবি, সাহিত্যিক, সাংবাদিক মহলে নেমে আসে শোকের ছায়া। সকাল ১১টা ১৫ মিনিটে তাঁর মরদেহ মৌলভীবাজারে নিজ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন কাজ করেছেন তিনি। শুরুতে দৈনিক প্রথম আলোতে কাজ করার পর, দৈনিক মানবজমিনের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে অনলাইন পোর্টাল ‘রেডটাইমস’-এর সম্পাদক হিসেবে যুক্ত হন।
সৌমিত্র দেব শুধু সাংবাদিকই নন, তিনি একজন সাহিত্যিক, কবি এবং রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন। তিনি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে মৌলভীবাজার পৌরসভার মেয়র পদে নির্বাচনেও অংশ নেন।
সাহিত্য অঙ্গনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর লেখা ও সম্পাদনায় মোট ৪০টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। ৯০-এর দশকের শুরুর দিকে প্রকাশিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ “আমি সেই মাতাল যুবক” পাঠকমহলে ব্যাপক আলোচিত হয়।