আজ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

Logo
প্রশাসনের অভিযানে দুই ক্লিনিককে অর্থদণ্ড, ১টি সিলগালা

প্রশাসনের অভিযানে দুই ক্লিনিককে অর্থদণ্ড, ১টি সিলগালা

আমতলী বরগুনা প্রতিনিধি 

বরগুনার আমতলীতে লাইসেন্স নবায়ন না থাকায় ইউনিক স্পেশালাইজড হসপিটাল ও হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড ও হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছেন আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

বুধবার (১২ মার্চ) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত আমতলী উপজেলার একে স্কুল চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, চার বছর যাবত স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না থাকায় হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে দি মেডিকেল প্র্যাক্টিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স ১৯৮২ এর ৮ ধারা লঙ্ঘনের দায়ে ১৩ (১) ধারা মতে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

অপরদিকে এক বছর ধরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ২টি ইউনিটের স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না থাকায়, টেকনিশিয়ান ছাড়া সাধারণ লোক দিয়ে এক্স-রে পরিচালনা করায়, পরীক্ষা-নিরীক্ষার মূল্যের তালিকা প্রদর্শন না করায় ইউনিক স্পেশালাইজড হসপিটালকে দি মেডিকেল প্র্যাক্টিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স ১৯৮২ এর ৭,৮,৯ (জি) ধারা লঙ্ঘনের দায়ে ১৩(২) ধারা মতে ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এসময় টেকনিশিয়ান ব্যতীত রেডিওলোজিক্যাল পরীক্ষা বন্ধ রাখার আদেশ প্রদান করা হয় বলে তথ্য নিশ্চিত করেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. কামাল হোসেন।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার চিন্ময় হালদার ও আইনশৃঙ্খলা রক্ষাকারীনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com