আজ রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
পিরোজপুর সদর প্রতিনিধি :
‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ – এই প্রতিপাদ্যে সারাদেশে সারাদেশের ন্যায় পিরোজপুরে কৃষক ও শ্রমিকদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে পিরোজপুর শহরের টাউন ক্লাব মাঠে পিরোজপুর জেলা প্রশাসন এ খেলার আয়োজন করে। এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক হাবিব খান প্রমুখ।
প্রতিযোগিতায় পিরোজপুর জেলা কৃষক দল এবং জেলা শ্রমিক দলের ১টি করে দল অংশগ্রহণ করে।