আজ শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

Logo
News Headline :
২৫ কুড়িগ্রাম-১ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম  পিরোজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুটি ঘর পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকার ক্ষতি ভূরুঙ্গামারীতে সেতুর পাটাতন ভেঙে আটকে গেছে ট্রাক, যান চলাচল বন্ধ মাতৃভাষা দিবসের ছুটিতে লক্ষাধিক পর্যটকের ভিরে কুয়াকাটা। নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি নাহিদ, সম্পাদক রিজভী নির্বাচিত খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন : জয়নুল আবেদীন ভাষার জন্য রক্ত দেওয়ার অহংকার আলফাডাঙ্গায় ফ্রি ব্লাড গ্রুপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন “লংগদুতে জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “ বোয়ালমারীতে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত
নওগাঁয় এক হাজার পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁয় এক হাজার পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি):

নওগাঁয় ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোস্তফা সরদার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার সদর উপজেলার হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তফা সরদার উপজেলার বক্তারপুর ইউনিয়নের পাহারপুর গ্রামের মৃত মেছের আলী সরদারের ছেলে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সদর মডেল থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান।

তিনি জানান, অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ নেশাদ্রব্য ট্যাপেন্টাডল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় আরেক আসামী। ওই সময়ে ৩ লক্ষ টাকা মূল্যের ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মোস্তফা সরদারকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এসব ট্যাপেন্টাডল পরিবহন এবং বিক্রয়ে জড়িত মূল হোতাদের সনাক্ত করতে কাজ করছে পুলিশ। আশা করছি এই চক্রে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা যাবে। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামীকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com