আজ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:১১ অপরাহ্ন
আব্দুল মান্নানঃ পটুয়াখালী প্রতিনিধি
২০২০ সালে প্রতিষ্ঠিত কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ (কেএসএফবি) পটুয়াখালী জেলা শাখার (২৪-২৫) সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ১২ ই মার্চ সকল ১১ টা থেকে সন্ধা ৭ টা প্রর্যন্ত অনলাইনে (কেএসএফবি) এর পটুয়াখালী জেলা শাখার সদস্যদের মাঝে গণতান্ত্রিক ধারায় নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়।
নির্বাচনে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে মোঃ আব্দুল মান্নান , সাধারণ সম্পাদক , মোঃ আরিফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক , ওয়াসীম চন্দ্র শীল, দপ্তর ও প্রকাশনা সম্পাদক , মোঃ রাকিব, কোষাধ্যক্ষ মো: শাকিল কে নির্বাচিত করা হয়।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য মনোনীত হয়েছেন মোঃ সিফাতুল্লাহ সলমান, মোঃ জাকির, মোঃ আবু সলেহ, আবু রাইয়ান, আহমেদ ফয়সাল,মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সিয়াম,মোঃ আবু সালে, রিয়াদুল ইসলাম রাহাত ।
জানা গেছে, ২০২০ সালে প্রতিষ্ঠিত কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ (কেএসএফবি) দেশের ৬৪ জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীবান্ধব সংগঠন।যা সবসময় সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ (কেএসএফবি) এর উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে-দেশব্যাপী বৃক্ষরোপণ, মসজিদ মাদ্রাসা ও এতিমখানা সংস্কার ও উন্নয়ন, বন্যার্ত ও শীতার্তদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ, অসহায় মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা, ট্যালেন্ট কম্পিটিশনের আয়োজন, ইফতার আয়োজন ইত্যাদি।