আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

Logo
হামজা এখন বাংলাদেশের

হামজা এখন বাংলাদেশের

খেলা ডেস্ক :-

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। এখন কেবল তার মাঠে নামের অপেক্ষা।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এক ভিডিও বার্তায় হামজা বলেন, ‘সব কিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি, শিগগিরই দেখা হবে।’

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নিজের ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘অবশ্যই ইংল্যান্ড আমার বাড়ি, কিন্তু বাংলাদেশও তাই। আমার জন্মভূমিতে ফিরে যেতে এবং আমি যাদের সঙ্গে বড় হয়েছি তাদের প্রতিনিধিত্ব করতে পারা, এটি আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। এতে আমি অনেক আনন্দ ও গর্ববোধ করছি।’

হামজা দেওয়ান চৌধুরীর পরিবার বাংলাদেশি। তার বেড়ে উঠা ইংল্যান্ড। তার পরিবারের ইচ্ছা ছিল হামজার বাংলাদেশের জার্সিতে খেলার। বেশ কয়েক বছর ধরে আলোচনা থাকলেও চলতি বছরই বাফুফে ও হামজা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।

বাংলাদেশি পাসপোর্ট আগেই হাতে পেয়েছেন হামজা। গত ২৪ সেপ্টেম্বর এফএ তাকে বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র দেয়। পরের পদক্ষেপ হিসেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে বাফুফে। এই কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পেয়েছে তারা।  

ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে লেস্টার সিটির হয়ে খেলেন হামজা। বাংলাদেশি পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। এর আগে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন।

আগামী বছরের ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে হামজার। 

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com