আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
খেলা ডেস্ক :-
ইমার্জিং এশিয়া কাপে ফাইনালে ওঠা হল না ভারতের। সেমিফাইনালে আফগানিস্তানের কাছে হেরে আসর শেষ করতে হল তিলক ভার্মাদের। ভারতকে ২০ রানে হারিয়ে ফাইনালে ওঠেছে আফগান-এ দল।
ওমানের আল আমেরাত স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রানের সংগ্রহ গড়ে আফগানবাহিনী। জবাবে নেমে ৭ উইকেটে ১৮৬ রানে থামে ভারতের ইনিংস।
আগে ব্যাটে নামা আফগানদের উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার যুবায়েদ আকবরী ও সেদিকুল্লাহ অটল। উদ্বোধনী জুটিতে ১৩৭ রান তোলেন দুজনে। ৪১ বলে ৬৪ রান তুলে যুবায়েদ ফিরে গেলে জুটি ভাঙে। ১৮১ রানে জোড়া উইকেট হারায় আফগানিস্তান। ১৭.৩ ওভারে ৫২ বলে ৮৩ রান করা অটল আউট ফিরে যান। পরের বলেই দারবিশ রাসুলিকে ফেরান রাসিখ সালাম।
মোহম্মদ ইশাককে নিয়ে ঝড় তোলেন করিম জানাত। ২০ বলে ৪১ রানে ঝড়ো ইনিংস খেলে ইনিংসের এক বল বাকি থাকতে জানাত ফিরে যান। ৭ বলে ১২ রান করেন ইশাক।
ভারতের রাশিখ সালাম ৪ ওভারে ১৫ রান খরচায় ৩ উইকেট নেন। আকিব খান নেন ১ উইকেট।
রানতাড়ায় নেমে ভারতের টপঅর্ডার নিজেদের মেলে ধরতে পারেনি। সর্বোচ্চ রান এসেছে ছয়ে নামা রামানদীপ সিংয়ের ব্যাট থেকে। ৩৪ বলে ৬৪ রান করেন তিনি। দ্বিতীয় ৩১ রান আসে আয়ুশ বাদোনির ব্যাট থেকে। নিশাত সিন্ধু ১৩ বলে ২৩, নেহাল ওয়াধেরা ১৪ বলে ২০ রান করেন।
আফগানদের হয়ে আল্লাহ মোহাম্মদ গজনফর ও আব্দুল রহমান দুটি করে উইকেট নেন।
আগামী রোববার ফাইনালে শ্রীলঙ্কা-এ দলের মুখোমুখি হবে আফগানিস্তান-এ দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় গড়াবে মাঠের লড়াই। প্রথম সেমিফাইনালে পাকিস্তান-এ দলকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লঙ্কানরা।