আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
আওয়ার ডেইলি খেলা ডেস্ক;-
গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর গড়ানোর কথা বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। খেলাটি বাতিলের দাবি আগে থেকেই জানিয়ে আসছে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল হিন্দু মহাসভা। এবার সংগঠনটি ম্যাচের দিন ‘গোয়ালিয়র বনধ’ তথা কঠোর ধর্মঘটের ডাক দিয়েছে।
হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ গত সোমবার ম্যাচের বিরোধিতায় বলেছেন, বাংলাদেশে এখনও হিন্দুদের উপর ‘অত্যাচার’ চলছে এবং বাংলাদেশের সাথে ক্রিকেট খেলা ঠিক নয়। তাই ম্যাচের দিন ‘গোয়ালিয়র বনধ’ ধর্মঘটের ডাক দেওয়া। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, মেডিকেল সেরা ও জরুরি বিষয়াদি এই ধর্মঘটের আওতার বাইরে থাকবে। দুই মাস আগে গণমাধ্যমে ম্যাচ মাঠে গড়ানোর সিদ্ধান্ত বহাল থাকলে ভেন্যুটিতে গিয়ে মহাসভার কর্মীরা ক্ষতি করার চেষ্টা করবে বলেও জয়বীর ভরদ্বাজ সতর্ক করেন। তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ম্যাচটি বন্ধ করা উচিৎ।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এমন হুমকিকে তেমন গুরুত্ব দিচ্ছে না। ম্যাচের ভেন্যুকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় পুলিশ। দেশটির গণমাধ্যমের খবর, কানপুরে হিন্দু মহাসভার ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। চলতি মাসের শুরুতে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম শনিবার গণমাধ্যমকে বলেন, ‘এরকম সবসময় সব দেশের খেলাতে অন অ্যান্ড অফ থাকেই। আমার মনে হয় না সেটা বড় একটা হুমকি। আমাদের যেভাবে পরিকল্পনা করা আছে, সেভাবেই করব।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। পরবর্তীতে ফ্যাক্টচেকে জানা যায় এসবের প্রায় বেশিরভাগই ছিল গুঞ্জন। ২৭ সেপ্টেম্বর কানপুরে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ৬ অক্টোবর গোয়ালিয়রে গড়ানোর কথা প্রথম টি-২০ ম্যাচ। এরপর ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের ভারত সফরের সমাপ্তি ঘটবে।