আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন
খেলা ডেস্ক :-
বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হওয়ার আলোচনায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। অবশেষে নাজমুল হোসেন শান্তদের সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। দেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় কোচ আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। এবার তাকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ২০০৬-১০ সাল পর্যন্ত বাংলাদেশের সহকারী কোচ ছিলেন।
সালাউদ্দীনের নিয়োগ দেশের ক্রিকেটের সর্বোচ্চ স্তরে অবদান রাখতে দেশি কোচদের পথ আরও প্রশস্ত করবে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বলেছেন, ‘আমি যখন বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করি, আমি জাতীয় দলের সেটে অবদান রাখার জন্য যোগ্য প্রার্থীদের সুযোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সালাউদ্দিন তার অভিজ্ঞতা এবং ক্রিকেটী জ্ঞান দিয়ে জাত চিনিয়েছেন। সেকারণে তাকে এই পদের জন্য আদর্শ প্রার্থী মনে করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সময় এসেছে আরও দক্ষ বাংলাদেশি কোচদের একীভূত করার।’
বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে ২০১০-১১ সালে কাজ করেছেন সালাউদ্দিন। পরবর্তীতে ২০১৪ সালে বিশ্বকাপ ক্রিকেট লিগ-৪ এর জন্য সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান। সালাউদ্দিন অস্ট্রেলিয়ায় এসিসি ক্রিকেটের লেভেল-৩ কোচিংয়েরও স্বীকৃতি পেয়েছেন। দেশের সেরা স্থানীয় কোচদের মধ্যেও তিনি অন্যতম। একাধিকবার জিতেছেন বিপিএল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশনের শিরোপা।