আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

Logo
প্রথমবারের মতো মাঠে গড়ালো নারীদের বিসিএল

প্রথমবারের মতো মাঠে গড়ালো নারীদের বিসিএল

খেলা ডেস্ক :-

প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। এ কারণে এতদিন টেস্টও খেলতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। অবশেষে ঘুচলো সেই আক্ষেপ। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে নারীদের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) উদ্বোধন ঘোষণা করা হয়।

এর আগে নারী ক্রিকেটারদের দুই দিনের ম্যাচ আয়োজন হতো। প্রথমবারের মতো এবার তিন দিনের ম্যাচ খেলবেন বাঘিনীরা। ছেলেদের মতোই চার দল নিয়ে আয়োজন করা হয়েছে নারীদের বিসিএল। দলগুলো হলো-উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল।

নারী ক্রিকেট দলের প্রধান হাবিবুর বাশার জানান, এই আয়োজনের মাধ্যমে নারী ক্রিকেট দলের টেস্ট ম্যাচ খেলার দ্বার উন্মোচিত হবে।

এমন আয়োজনের কৃতজ্ঞতা প্রকাশ করেন উত্তরাঞ্চল দলের অধিনায়ক সোবহানা মোস্তারি বলেন, এর মাধ্যমে নারী ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন হবে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেফ মাসুদ পাইলট বলেন, এমন আয়োজনের ফলে নারী ক্রিকেট দলের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হবে। নারী ক্রিকেটের উন্নয়নে ভালো পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com