আজ বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

Logo
News Headline :
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ববি ছাত্রদলের দোয়া মোনাজাত সেনাবাহিনীর পক্ষ থেকে পিরোজপুরে মুচি সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরন জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ, দুই ওসি প্রত্যাহার নির্দিষ্ট সময়ের আগেই মাদ্রাসা ছুটি, সুপার বললেন ঠান্ডা লাগে বরিশালে চোলাই মদ ও গাঁজাসহ স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৫ অবসর নিলেন ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসের মালিক গাপটিল বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে ববি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন পত্নীতলায় তারুণ্যের উৎসব কর্মশালা অনুষ্ঠিত
ঢাকাকে উড়িয়ে টানা পাঁচ ম্যাচে জয় রংপুরের

ঢাকাকে উড়িয়ে টানা পাঁচ ম্যাচে জয় রংপুরের

খেলা ডেস্ক :-

বিপিএলের সিলেট পর্বে ঢাকা ক্যাপিটালকে বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। এর ফলে টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচে জয় পেল রংপুর। অপরদিকে টানা চার ম্যাচে হারের মুখ দেখলো ঢাকা।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার দেয়া ১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ৪০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা। 

১১২ রান তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি রংপুরের। বিপিএলে নিজের প্রথম দুই ম্যাচে ডাক মারা আজিজুল হাকিম তামিম আজ রান পেলেও তা ছিল ৫।

অপরদিকে দুর্দান্ত ছন্দে থাকা অ্যালেক্স হেলস আজও ঝড়ো ব্যাটিং করেছেন। যদিও ৬ রানের জন্য ফিফটি পাননি সর্বশেষ ম্যাচের সেঞ্চুরিয়ান। ১৬২.৯৬ স্ট্রাইকরেটে ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ রানে ফিরে যাওয়ার আগে জয়ের ভিত গড়ে দেন ইংল্যান্ডের সাবেক ওপেনার। 

পরে ১৩ রানে সাইফ হাসান আউট হলেও জয়ের বাকি কাজটুকু সেরেছেন পাকিস্তানের দুই ব্যাটার খুশদিল শাহ ও ইফতিখার আহমেদ। খুশদিল ২৭ রান ও ৯ রানে অপরাজিত থাকেন ইফতিখার। 

এর আগে জয়ের খোঁজে ওপেনিংয়ে হাবিবুর রহমান সোহানের সঙ্গে জুটি বাঁধেন জেসন রয়। দু’জনে মিলে দলের সর্বোচ্চ জুটি ২৮ রান করেন।

১৪ রানে সোহান আকিব জাভেদের শিকার হলে রয়ের সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রানের জুটি গড়েন সর্বশেষ তিন ম্যাচেই ওপেনিং করা তানজিদ হাসান তামিম।

তবে ১৮ রানে রয় আউট হওয়ার পর একের পর এক উইকেট হারিয়ে নিজেদের ধ্বংসস্তূপে দাঁড় করায় ঢাকা। দলীয় ৭৪ রানেই ৬ উইকেট হারিয়ে একশ’ রান করতে পারবে কিনা তা নিয়ে দেখা যায় শঙ্কা। তবে শেষ পর্যন্ত তারা ১১১ রান করতে পেরেছে আলাউদ্দিন বাবুর ১৬ ও গতকালই এবারের বিপিএলে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতের ১২ রানের কল্যাণে। 

রংপুরের হয়ে ২১ রানে ৩ উইকেট নেন পেসার নাহিদ রানা। দু’টি করে উইকেট নিয়েছেন পাকিস্তানের দুই বোলার আকিব ও খুশদিল শাহ।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com