আজ রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন
খেলা ডেস্ক :-
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-২০২৫ বাছাইয়ে গ্রুপপর্বে প্রথম ম্যাচে সিরিয়ার কাছে বড় হার দেখেছিল বাংলাদেশ। দ্বিতীয়টিতে গুয়ামের বিপক্ষে ড্র। তৃতীয় ম্যাচে ভিয়েতনামের কাছেও হেরেছে লাল-সবুজের দলটি।
ঘরের মাঠে বাংলাদেশকে ৪-১ গোলে হারিয়েছে ভিয়েতনাম। স্বাগতিকদের একটি গোল এসেছে বাংলাদেশ ডিফেন্ডার শাকিল তপুর পা থেকে। বাকি তিন গোল করেছেন মিন তিয়েন, কুয়াং দুয়েত ও কং ফুয়ং। বাংলাদেশের একমাত্র গোলটি করেছেন পিয়াস আহমেদ নোভা।
ম্যাচের শুরুতে পিছিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে লেফট উইং থেকে বক্সে কিক করেন নিগুয়েন লে ফাত। বাংলাদেশ ডিফেন্ডার শাকিল তপুর পায়ে লেগে বল নিজেদের জালেই জড়ায়। ২৫ মিনিটে বড় ভুল করে বসেন গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। সতীর্থদের পাসে আসা বল ক্লিয়ার না করে নিজের কাছে রাখতে চেয়েছিলেন। ভিয়েতনাম ফরোয়ার্ড মিন তিয়েন সেই সুযোগ কাজে লাগিয়ে মাহিন থেকে বল কেড়ে নিয়ে জালে পাঠান। ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক দল।
বিরতির আগে একটি গোল শোধ করে বাংলাদেশ। ৪০ মিনিটে লেফট উইং থেকে আসাদুল ইসলাম সাকিবের ক্রসে দুর্দান্ত হেডে ভিয়েতনামের জালে বল পাঠান পিয়াস আহমেদ নোভা। মিনিট দুয়েক পর ডি বক্সের বাইরে থেকে শট নিয়ে বাংলাদেশের জালে বল পাঠান কুয়াং দুয়েত। ৩-১ ব্যবধানে বিরতিতে যায় দুদল।
বিরতির পর দুদলই লড়াই করেছে। বাংলাদেশ কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। ছন্দে থাকা ভিয়েতনাম ৭১ মিনিটে চতুর্থ গোলটি পেতে পারত। লেফট উইং থেকে আসা বল সহজ সুযোগ থাকার পরও জালে পাঠাতে ব্যর্থ হন মিন তাম। ৮০ মিনিটে ফ্রি-কিক পায় স্বাগতিকরা। ডানপাশ থেকে নেয়া ফ্রি-কিকে মাহিনকে পরাস্ত করেন কং ফুয়াং। ৪-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।
গ্রুপপর্বে আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ ভুটান। রোববার বাংলাদেশ সময় বিকেল তিনটায় গড়াবে লড়াই।