বাংলাদেশের প্রধান কোচ হতে আগ্রহী পাকিস্তানের মুশতাক আহমেদ

খেলা ডেস্ক :—

বাংলাদেশের ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহের যুগ এখনই শেষ হচ্ছে না। পাকিস্তানে সফলতম সফর শেষে তিনি ছুটিতে গেছেন। তবে খুব বেশি হলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তিনি থাকবেন। ওই আসর শেষেই তার সঙ্গে বিসিবির চুক্তি শেষ হবে। এরপর কে হবেন বাংলাদেশের প্রধান কোচ?

পাকিস্তানের কিংবন্তি স্পিনার মুশতাক আহমেদ গত এপ্রিলে টি—টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই মাসের চুক্তিতে বাংলাদেশের স্পিন পরামর্শক হয়েছিলেন। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজের জন্য দিনভিত্তিক চুক্তি করেন। আসন্ন ভারত সফরে অবশ্য মুশতাককে পাচ্ছে না বাংলাদেশ দল। আপাতত বিচ্ছেদ হলেও ভবিষ্যতে দীর্ঘ মেয়াদে কাজ করার ইচ্ছা আছে তার।

গণমাধ্যমকে মুশতাক বলেছেন, ‘আগামী তিন মাস আমার পারিবারিক কিছু ব্যস্ততা আছে। আমার মেয়ের বিয়ে সামনে। পাকিস্তানে তৃণমূল পর্যায়ে কোচিংয়ের কিছু কাজ আছে। এই চুক্তিটা আগে থেকেই করা ছিল। আমার এজেন্ট বিসিবির সঙ্গে কথা বলছে। আশা করছি, তিন মাস পর থেকে বিসিবির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে পারব।’

মুশতাকের কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশের প্রধান কোচ হওয়ার ইচ্ছা আছে কিনা। জবাবে পাকিস্তানের সাবেক এই স্পিনার বলেন, ‘আমার কাছে প্রস্তাব এলে আমি অবশ্যই বিষয়টি ভেবে দেখব। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমার দিকটাও দেখতে হবে, ভাবতে হবে। আমি এই দলটার সঙ্গে কাজ করে উপভোগ করেছি। পরবর্তীতে কোনো প্রস্তাব আসলে ভেবে দেখব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *