আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:২১ অপরাহ্ন
কানপুরে সম্ভবত ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলে ফেললেন সাকিব আল হাসান। দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে তিনি আনুষ্ঠানিক বিদায় নিতে পারবেন কিনা- সেটা এখনও পুরোপুরি অনিশ্চিত। তবে আপাতত ভারত সফর দিয়ে বিদেশের মাটিতে শেষ টেস্ট খেললেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। তাই কানপুরে ৭ উইকেটের পরাজয় শেষে সময়টা হয়ে উঠল সাকিবের।
খেলা শেষে বাংলাদেশের বিশ্বের অন্যতম সেরা এই অল-রাউন্ডারকে ব্যাট উপহার দেন ভারতের ব্যাটিং কিং বিরাট কোহলি। এ ছাড়া কোহলির সঙ্গে খুনশুটিতে মেতে উঠতে দেখা যায় সাকিবকে। ঋষভ পান্তও তাকে ব্যাট উপহার দিয়েছেন।
উপহার দিয়ে সাকিবকে টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন বিরাট কোহলি ও ঋষভ পান্ত।