আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কুমার নদের পাশে অবস্থিত অলৌকিক কীর্তিভরা এই কলী মন্দিরটি প্রতিষ্ঠিত হয় আজ থেকে প্রায় হাজার বছর পূর্বে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া গ্রামে অবস্থিত হিন্দু সনাতনীদের পুরাতন পুন্য ভূমি কয়ড়া কালী বাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। দেশ বিদেশ থেকে আগত লাখো ভক্তবৃন্দের আগমনে কয়ড়ায় হিন্দু সম্প্রদায়ের মহামিলনের আসর বসে। এদিকে, গঙ্গা স্নান উৎসবকে কেন্দ্র করে কয়ড়া কালী বাড়ি কুমার নদের তীরে বসেছে গ্রামীণ মেলা।
বিভিন্ন ধরনের মিষ্টি, খেলনা ও হস্তশিল্পজাত দ্রব্যাদী পাওয়া যায় এ মেলায়। এছাড়াও মেলায় চটপটি, ফুচকাসহ বিভিন্ন ধরনের খাবারের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা।
যশোর জেলা থেকে গঙ্গা স্নান করতে আসা এক ভক্ত বলেন, গঙ্গা স্নান করলে সব পাপ মোচন হয়, তাই স্নান করতে এসেছি। গঙ্গা স্নান উপলক্ষে আশপাশের প্রায় কয়েকটি জেলার মানুষ এখানে আসেন। গঙ্গা দেবীর কাছে তারা প্রার্থণা করেন।