আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
মো হাবিবুর রহমান
বরগুনা আমতলী প্রতিনিধি
বরগুনা আমতলী পৌরসভার তিন নস্বর ওয়ার্ডে দিনে-দুপুরে দরজা ভেঙে এক ঠিকাদারের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে পৌরশহরের তিন নম্বর ওয়ার্ড এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। এ সময় চোরচক্র তার বাসার আলমারি, ওয়ারড্রব ভেঙে নগদ তিন লাখ টাকা চার ভরি স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ন কাগজ পত্র লুট করে নিয়ে যায়।
ঠিকাদার মনির খানের ছেলে মো. মিয়াদ খান জানান, সকাল ৯ টার সময় আমি স্কুলে যাই আমার মা ছোটবোনকে নিয়ে মাদ্রাসায় যায়। দুপুর ১২ টার দিকে স্কুল থেকে এসে ঘরে প্রবেশ করে দেখতে পাই ঘরের মধ্যে ও উপরে থাকা আলমিরা ওয়ারড্রব ভাংচুর অবস্থায় পড়ে আছে। এ সময় সংবদ্ধ চোরেরা আলমিরা ও ওয়ারড্রব থাকা নগদ ৩ লাখ টাকা ও ৪ ভড়ি স্বর্নলংকার নিয়ে যায়। রিয়াদ খান আরো জানান, ঘরের পিছনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা স্বর্নলংকার ও গুরুত্বপূর্ন কাগজ পত্র নিয়ে গেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আরিফুর রহমান আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।