আজ বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বান্ধবপাড়া বাজার এলাকায় গড়ে ওঠা একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় জনগণের স্বাভাবিক চলাচল এবং বাজারের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নেতৃত্বে পরিচালিত এই উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাগণ ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বান্ধবপাড়া বাজারে দীর্ঘদিন ধরে একাধিক স্থানে সরকারি জমি দখল করে নির্মাণ করা হচ্ছিল অবৈধ স্থাপনা। এলাকাবাসীর অভিযোগ ও পরিদর্শন শেষে প্রশাসন এসব স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং সরকারি সম্পত্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এই অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও যেকোনো অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং বাজার এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।
মঠবাড়ীয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।