আজ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
তাজ মাহমুদ, লংগদু, (রাঙ্গামটি)
ফিলিস্তিনে ইজরায়েলি দখলদার বাহিনীর সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ এবং ফিলিস্তিনের লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা জামায়াতে ইসলামী।
সোমবার ০৭ এপ্রিল, ২০২৫ বিকাল ৫ঃ০০ টায় উপজেলার মাইনীমুখ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ হতে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, এসিসট্যান্ট সেক্রেটারি মোঃ শিহাব উদ্দীন, ক্বওমী ওলামা পরিষদের সাধারন সম্পাদক মাওলানা মোঃ জুবাইদুল হাসান, বায়তুলমাল সম্পাদক ওছমান গণি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, কালাপাকুজ্যা ইউনিয়ন সভাপতি মোঃ মাঈনুদ্দীন, লংগদু ইউনিয়ন নায়েবে আমীর মোঃ আবুবকর, সেক্রেটারি মোঃ আলমগীর হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও এসিসট্যান্ট সেক্রেটারি তাজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনে যুদ্ধ বিরতির মধ্যেও ইসরায়েলের নরপিশাচরা পবিত্র রমজান মাসে বোমা হামলা করে নিরীহ মুসলমানদের হত্যা করেছে, পবিত্র ঈদের দিনেও তারা বর্বরতা বন্ধ করেনি। মুসলিম জাতির প্রথম কিবিলা বায়তুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে দিয়েছে। এমন জঘন্যতম বর্বর ও মানবতা বিরোধী অপরাধ পৃথিবীতে বিরল।
তারা আরো বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেকে মানবতার ধুয়ো তুলে, কিন্তু তাদের সেই মানবতা গাজার নারী, শিশুদের আর্তচিৎকারের জায়গায় পৌঁছায় না। তাদের সেই মানবতার প্রতি ধিক্কার, আপনারা সত্যিকারের মানবিক হোন। আর মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ, মুনাফেকি আচরণ বাদ দিয়ে ন্যূনতম ঈমানী চেতনায় উদ্দীপ্ত হয়ে ফিলিস্তিন সংকট দ্রুত নিরসনে যথাযথ উদ্যোগ গ্রহণ করার আহবান জানান।’
মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশ শেষে ফিলিস্তিনের মজলুম মুসলিমদের জন্য দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন গাথাছড়া বায়তুশশরফ কমপ্লেক্স মসজিদের খতিব মাওলানা মোঃ আমিনুর রশিদ