আজ শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

Logo
News Headline :
আদমপুরে অবৈধ ভাবে বালু পরিবহন করায় একজনের বিনাশ্রম কারাদণ্ড, আরেকজনকে ২ লাখ টাকা জরিমানা আইনজীবী সুজন মিয়া হত্যার মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫ রেকর্ড গড়েই জয় পেল বাংলাদেশ সরকারে এলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: মির্জা ফখরুল যশোরে ছাত্রীদের শোবার ঘরে সিসি ক্যামেরা, মাদ্রাসা শিক্ষকের কক্ষে মিললো মনিটর ১৩ দিন বৃষ্টিবলয়ে থাকবে পুরো দেশ, হবে কালবৈশাখী-বজ্রপাত ঠাকুরগাঁওয়ে মোমবাতির আলোয় পরীক্ষা দিলো শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক পুলিশ হেফাজতে লংগদু জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত” বোয়ালমারীতে বাড়তি ভাড়া আদায় করায় গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা
বোয়ালমারীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

বোয়ালমারীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

এই তত্ত্বাবধায়ক সরকার অতি সত্ত্বর সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে নির্বাচন দিতে বাধ্য হবে। আপনারা কোন অপপ্রচারে কান দেবেন না, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু দুর্নীতিগ্রস্ত, চাঁদাবাজ এবং মামলাবাজ-যারা মিথ্যাচার করে বেরায় তাদের কথায় কান দেবেন না। এই ১৭ বছর দুর্নীতিগ্রস্ত সরকার বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তারেক রহমানের মাধ্যমে আমরা সেই ভোটাধিকার আপনাদের ফিরিয়ে দিতে চাই। বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় বোয়ালমারী জর্জ একাডেমী প্রাঙ্গণে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামসুদ্দিন মিয়া ঝুনু এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দায়ের করেছিল। আল্লাহর ইচ্ছায় তারা এই সকল মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। নির্বাচন নিয়ে আওয়ামী ফ্যাসিস্টরা দেশে ও বিদেশে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।এসব ষড়যন্ত্র রুখে দিতে তিনি সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু’র সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুস ছবুর, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো. আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী ও শেখ আজিজুল হক, বিএনপি নেতা মো. এনায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন চৌধুরী, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য গোলাম রসূল বিশ্বাস, মো. আলম শেখ, যুবদল নেতা খন্দকার শামীম, উপজেলা জাসাসের সাবেক সভাপতি মো. শাহিন আনোয়ার, উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মিয়া আহমেদ সোহেল, পৌর ছাত্রদলের আহবায়ক মো. মাহফুজ মিয়া, ছাত্রদল নেতা জাকারিয়া মোল্যা সুমন, জুয়েল প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের দুই সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com