আজ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

Logo
News Headline :
দ্বিতীয়বারের মতো ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তরুণ ও প্রতিবাদী সাংবাদিক মুজাহিদ হোসেন পিরোজপুরে বেদখল হয়ে যাওয়া সরকারি খাল উদ্ধারে ইউএনও’র অভিযান   কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। দখলকৃত সব নদী-খাল ভূমিদূস্যদের কাছ থেকে উদ্ধারের দাবি রাইট টক বাংলাদেশের মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার মৌলভীবাজারে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল
উড়তা পাঞ্জাব-এর সাফল্যের ৮ বছর পর আলিয়া-দিলজিৎ

উড়তা পাঞ্জাব-এর সাফল্যের ৮ বছর পর আলিয়া-দিলজিৎ

আওয়ার ডেইলি বিনোদন ডেস্ক:-

প্রথমবারের মত ‘উড়তা পাঞ্জাব’ সিনেমাতে একসঙ্গে অভিনয় করেছিলেন বলিউড সুপারস্টার আলিয়া ভাট আর পাঞ্জাবের অত্যন্ত জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। যদিও সেই ছবিতে তারা জুটি বেঁধে অভিনয় করেননি। আলিয়ার বিপরীতে ছিলেন শাহেদ কাপুর আর দিলজিতের নায়িকা ছিলেন কারিনা কাপুর খান। ছবিটি সে বছরের অন্যতম ব্যবসাসফল। এমনকি এই ছবিতে অভিনয় করে আলিয়া, শাহেদ ও দিলজিৎ ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।

এরমধ্যে পেরিয়ে গেছে ৮টি বছর। আর কোন ছবিতে একসঙ্গে দেখা যায়নি আলিয়া আর দিলজিৎকে। তবে আবারও নতুন ছবিতে একসঙ্গে ফিরছেন এই দুই তারকা। কন্যা রাহার জন্মের পর পর্দায় ফিরছেন ভাট। মুক্তির অপেক্ষায় তার পরবর্তী সিনেমা ‘জিগরা’। আর সেখানেই দীর্ঘ আট বছর পর এক হচ্ছেন আলিয়া ভাট এবং দিলজিৎ দোসাঞ্জ।

প্রথমবারের মত ‘উড়তা পাঞ্জাব’ সিনেমাতে একসঙ্গে অভিনয় করেছিলেন বলিউড সুপারস্টার আলিয়া ভাট আর পাঞ্জাবের অত্যন্ত জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। যদিও সেই ছবিতে তারা জুটি বেঁধে অভিনয় করেননি। আলিয়ার বিপরীতে ছিলেন শাহেদ কাপুর আর দিলজিতের নায়িকা ছিলেন কারিনা কাপুর খান। ছবিটি সে বছরের অন্যতম ব্যবসাসফল। এমনকি এই ছবিতে অভিনয় করে আলিয়া, শাহেদ ও দিলজিৎ ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।বিজ্ঞাপনএরমধ্যে পেরিয়ে গেছে ৮টি বছর। আর কোন ছবিতে একসঙ্গে দেখা যায়নি আলিয়া আর দিলজিৎকে। তবে আবারও নতুন ছবিতে একসঙ্গে ফিরছেন এই দুই তারকা। কন্যা রাহার জন্মের পর পর্দায় ফিরছেন ভাট। মুক্তির অপেক্ষায় তার পরবর্তী সিনেমা ‘জিগরা’। আর সেখানেই দীর্ঘ আট বছর পর এক হচ্ছেন আলিয়া ভাট এবং দিলজিৎ দোসাঞ্জ। বিজ্ঞাপনCaptionঅভিনেতার পাশাপাশি গায়ক হিসেবেও দিলজিৎ দারুণ দক্ষ। আলিয়াও এর আগে ‘হাইওয়ে’, ‘বাদরিনাথ কি দুলহানিয়া’ ছবিতে প্লেব্যাক করেছেন। এমনকি ‘উড়তা পাঞ্জাব’ ছবির সুপারহিট গান ‘ইক্ক কুড়ি’ গেয়েছিলেন দিলজিৎ ও আলিয়া। তবে এবার ‘জিগরা’ সিনেমায় একে অপরের বিপরীতে অভিনয় করবেন এই দুই জনপ্রিয় তারকা। দিলজিতের সঙ্গে একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরটি সবাইকে জানিয়েছেন নায়িকা আলিয়া ভাট। ছবিটিতে এই দুই তারকাকে দুটি চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে, তবে শটটি পেছন দিক থেকে নেয়া বলে কারও মুখ দেখা যাচ্ছে না। এ খবর জানার পর দীর্ঘ ৮ বছর পর বড়পর্দায় দুজনকে একসঙ্গে দেখার অপেক্ষায় ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেছেন, ‘ইক্ক কুড়ি জুটির প্রত্যাবর্তন।’

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com