আজ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

Logo
News Headline :
মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার মৌলভীবাজারে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল খুবির ভর্তি পরীক্ষায় সুপেয় পানির জন্য “ মুগ্ধ পানি কর্ণার” ২৬ বিশ্বকাপে খেলার ব্যাপারে যা বললেন মেসি গরমে প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবতে পূর্ণিমাকে দেখে আফসোস নেটিজেনদের!
বাউফলে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচীর নামে ফটোসেশন

বাউফলে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচীর নামে ফটোসেশন

এইচ এম বাবলু বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে গাছ সুরক্ষার জন্য লোহা মেরে বিভিন্ন ধরনের সাইনবোর্ডসহ নানা ধরনের প্রচারসামগ্রী গাছ থেকে অপসারণ কর্মসূচীর নামে ফটোসেশনের করেছে উপজেলা প্রশাসন।  বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে গাছ সুরক্ষায় অনুষ্ঠিত হয় ওই 

পেরেক অপসারণ কর্মসূচী। উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে পেরেক 

অপসারণ কর্মসূচীর আয়োজন করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০টায় গাছ সুরক্ষায় পেরেক 

অপসারন কর্মসূচীর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা 

নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা 

মো. মনিরুজ্জামান ও বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ সহ সরকারি 

কর্মকর্তারা। একটি ব্যানার হাতে নিয়ে কিছুক্ষণ দাড়িয়ে থেকে ফটোসেশন 

করেই শেষ হয় কর্মসূচী। ফটোসেশনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি 

গাছের পেরেক তুলে চলে যান। এরপরই ফটোসেশনে অংশ নেওয়া সবাই একে একে 

চলে যান। দুপুর ১২টা নাগাদ স্থানীয় কয়েকজন সাংবাদিক উপজেলা পরিষদ চত্বরে 

গিয়ে প্রতিটি গাছে পেরেক দিয়ে টানানো সাইনবোর্ড দেখে ছবি 

তোলেন। উপজেলা পরিষদে কাজের জন্য আসা ইমরান হোসেন নামের এক ব্যাক্তি বলেন, 

লোকদেখানো কর্মসূচী করেই চলে যান ইউএনও। গাছের সুরক্ষায় মানুষের মাঝে 

সচেতনতা তৈরি করতে র‌্যালি নিয়ে শহরেও যাননি তিনি। অন্তত একটি র‌্যালী শহর 

প্রদক্ষিণ করলে মানুষের মাঝে সচেতনতা তৈরি হতো। ফটোসেশন করে কি লাভ হলো? 

উপজেলা চত্বরের প্রত্যেকটি গাছেইতো পেরেক থেকে গেল। অবশ্য পেরেক অপসারণ 

কর্মসূচীর বিষয়ে উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেন, খুব 

শিগগিরই উপজেলা পরিষদে থাকা গাছের পেরেকগুলো অপসারন করা হবে। তাদের এই কর্মসূচিতে মানুষের মনে হাস্যরসের সৃষ্টি হয়েছে

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com