আজ বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
তানজিদ শাহ জালাল ইমন,
ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বরিশাল ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব মুলাদী (বুসাম)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ওয়াহিদুজ্জামানকে সভাপতি এবং রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু রায়হানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
গত রবিবার (৯ মার্চ) বুসামের উপদেষ্টা মণ্ডলী এবং পূর্বের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মতিক্রমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এ সময় কমিটি ঘোষণা করেন বুসামের উপদেষ্টা মামুন মুন্না ও শাহারিয়ার আহমেদ মিলান।
নতুন কমিটিতে আরও যারা দায়িত্ব পেয়েছেন— সহ-সভাপতি মসিউর রহমান জিসান, আলীম উদ্দিন নাঈম, সাইফুর রহমান তৌরাত, মাহিন হাচান ও আসলাম খান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রাসেল। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ এবং কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন মোঃ জুবায়ের। এছাড়া, সদস্য হিসেবে রয়েছেন মোসাঃ সায়মা ও তৈয়্যেবা।
নবনির্বাচিত সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, “উপদেষ্টা মণ্ডলী, সাবেক নেতৃবৃন্দ ও সংগঠনের সকল সদস্যদের সঙ্গে নিয়ে বুসামের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আমাদের দায়িত্ব পালনের মাধ্যমে নতুন রূপ ফিরে পাবে বুসাম, ইনশাআল্লাহ।”
সাধারণ সম্পাদক আবু রায়হান বলেন, “সংগঠনকে আরও গতিশীল ও সুন্দরভাবে পরিচালনার জন্য উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের সঙ্গে পরামর্শ করে দায়িত্ব যথাযথভাবে পালন করবো।”
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বুসামের সাবেক সভাপতি সোহেল রানা রামিম, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
নতুন কমিটির নেতৃত্বে বুসাম আরও সংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।