আজ বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার
২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে একপত্রের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১০ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যাল়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের সভাপতি ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ আহমেদের সঞ্চালনায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য, রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন।
বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা জামাতের সেক্রেটারি ইয়ামির আলী, জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, মোঃ ফখরুল ইসলাম, প্রেসক্লাবের আহ্বায়ক বকসী ইকবাল আগমদ, সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ স্কুলের শিক্ষকবৃন্দ ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।