আজ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

Logo
বোয়ালমারীতে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

বোয়ালমারীতে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ‘কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ’-এর ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অভিভাবক প্রতিনিধি বাছাইয়ের জন্য কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। 

নির্বাচনে মোট ৬ জন ‘অভিভাবক প্রতিনিধি’ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মফিজুল কাদের খান ৫০৩ ভোট পেয়ে ১ম, বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী ৪৪৭ ভোট পেয়ে ২য়, বোয়ালমারী উপজেলার সাবেক চেয়ারম্যান একেএম জামাল উদ্দিন নান্নু মিয়ার পুত্র এ কে এম শহিদ উদ্দিন জামান ৩৯০ ভোট পেয়ে ৩য়, সাংবাদিক খান মোস্তাফিজুর রহমান ৩৬৩ ভোট পেয়ে ৪র্থ ও এস এম শহিদুল ইসলাম ২৫৬ ভোট পেয়ে ৫ম,অসীম সাহা ২৩৬ ভোট পেয়ে ছয়জনের মধ্যে ষষ্ঠ হন। এদিকে শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত (সিলেক্টেড) হয়েছেন কলেজের শিক্ষক আব্দুল মান্নান, মুকাররিবুর রহমান ও দিল আশরাফি। ভোট গ্রহণের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার রনজিৎ কুমার দাস বলেন, ভোট গ্রহণ ও ভোট গণণা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মোট ভোটার ছিলেন ১৩৮০ জন। এর মধ্যে ৮০৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com