আজ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন “Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET)” শীর্ষক প্রকল্পের আওতায় ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার শিক্ষার্থীবৃন্দের ব্যবহারিক কাজের দক্ষতা ও প্রতিভা দেশের মানুষের কাছে প্রদর্শন করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্কিলস কম্পিটিশন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মিলনায়তনে (নতুন ভবন-২য় তলা) অনুষ্ঠিত স্কিলস কম্পিটিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
এসময় ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-২ (সমন্বয়, এপিএ ও আইসিটি) মো. হুমায়ুন কবির, ভৈরব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা ও দৈনিক যুগান্তর ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক।
সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত নিজ নিজ ওয়ার্কসপে জবের জন্য নির্ধারিত সজ্জিত বুথে স্কিলস কম্পিশন ও মূল্যায়ন করা হয়। বিকালে প্রতিষ্ঠান মিলনায়তনে (নতুন ভবন-২য় তলা) অনুষ্ঠিত স্কিলস কম্পিটিশনে বিজয়ী ও প্রতিযোগীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।