আজ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:০২ অপরাহ্ন

Logo
টেকসই উন্নয়ন ও নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের কর্মশালা অনুষ্ঠিত

টেকসই উন্নয়ন ও নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুর  প্রতিনিধি:

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিক শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালায়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার । অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রী সঞ্জয় গুপ্ত। জেলা প্রশাসন ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পিরোজপুর জেলা কার্যালয় এর  আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) নিত্য প্রকাশ  বিশ্বাস , অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান, জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক বিশ্বজিৎ  ব্যানার্জী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক

 শেখ রিয়াজ উদ্দীন রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এসময় প্রধান অতিথি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে টেকসই উন্নয়ন ও অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। একমাত্র ধর্মীয় শিক্ষাই পারে সমাজের নৈতিক অবক্ষয় থেকে সঠিক পথে আমদের পরিচালিত করতে। কর্মশালায় বিভিন্ন শ্রেনী পেশার ১৫৬ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com