আজ শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক –
বরিশালে শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভাগীয় পর্যায়ে কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় সকালে সার্কিট হাউজ সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন ও ইউনিসেফ বরিশালের প্রধান আনোয়ার হোসেন।
কর্মশালায় এক্সিলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) এস এম লতিফ সভাপতিত্ব করেন।
আরো বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা ও বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি বক্তৃতা করেন।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।