আজ শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক –
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৯ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ৯ জন পরিদর্শককে পদায়ন করা হয়েছে। বুধবার সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়েছে। ওসি পদে রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) কাজী মো. তারেক আজিজ।
বদলিকৃত ৯ থানার ওসি হলেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান খুলশী থানা, পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী কোতোয়ালী থানা, সিএমপি ডিবি (পশ্চিম) পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন কর্ণফুলী থানা, উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর কার্যালয় পরিদর্শক (অপরাধ) মোহাম্মদ মনিরুজ্জামান হালিশহর থানা, পিআর শাখা পরিদর্শক মো. জাহেদুল কবির চকবাজার থানা, পরিদর্শক (ডিবি-পশ্চিম) রমিজ আহমদ সদরঘাট থানা, পরিদর্শক মোহাম্মদ সোলাইমান পাচলাইশ থানা, পরিদর্শক মো. আফতাব উদ্দিন চান্দগাঁও থানা ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আখতারউজ্জামান ইপিজেড থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।