আজ রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

Logo
News Headline :
বনিক সমিতির ক‌মি‌টি গঠনে অনিয়মের  প্রতিবাদে ব‌্যবস‌ায়ী‌দের মানববন্ধন পিরোজপুরে ভূয়া পুলিশ আটক  ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫ কুড়িগ্রাম-১ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম  পিরোজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুটি ঘর পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকার ক্ষতি ভূরুঙ্গামারীতে সেতুর পাটাতন ভেঙে আটকে গেছে ট্রাক, যান চলাচল বন্ধ মাতৃভাষা দিবসের ছুটিতে লক্ষাধিক পর্যটকের ভিরে কুয়াকাটা। নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি নাহিদ, সম্পাদক রিজভী নির্বাচিত খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন : জয়নুল আবেদীন ভাষার জন্য রক্ত দেওয়ার অহংকার
পিরোজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুটি ঘর পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকার ক্ষতি

পিরোজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুটি ঘর পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকার ক্ষতি

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ থেকে ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন ও ক্ষতিগ্রস্থ পরিবার দুটি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর কলারণ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্তরা হলেন- একই এলাকার মৃত আ. সোবাহান মোল্লার ছেলে মো. জাকির মোল্লা এবং মৃত আ. রহমান মাতুব্বারের ছেলে আ. রহিম মাতুব্বর। 

স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আ. রহিম মাতুব্বরের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে দ্রুত তা অন্য ঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট আসার আগেই ঘর দুটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘর দুটির মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 

ক্ষতিগ্রস্ত আ. রহিম মাতুব্বর জানান, আমার ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে পাঁচ মিনিটের মধ্যে ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরের পাশে থাকা চাচাতো ভাই আ. জাকির মোল্লার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে ফ্রিজ, এলইডি টিভি, সুপারি, চাল, স্বর্নলংকার, ঘর ও বিভিন্ন মালামাল পুরে ছাই হয়ে যায়। এতে দুই পরিবারের ১৩ থেকে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী জানান। 

ইন্দুরকানী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান শরিফ জানান, খবর পেয়ে ঘটনা স্থানে যাওয়ার আগেই দুটি ঘর পুড়ে ভস্মীভূত হয়। পাশে থাকা আরও দুটি ঘর ছিল। সেই ঘর গুলোকে রক্ষা করতে সক্ষম হয়েছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিলন তালুকদার জানান, ইউএনও মহোদয়ের নির্দেশে শুক্রবার ২১ ফেব্রুয়ারী সকালে ঘটনা স্থান পরিদর্শ করেছি। দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কিছু সহায়তা প্রদান করা হয়েছে। আর্থিক সহায়তার জন্য রিপোর্ট জেলা প্রশাসনের কাছে প্রেরণ করা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com