আজ শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

Logo
News Headline :
ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫ কুড়িগ্রাম-১ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম  পিরোজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুটি ঘর পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকার ক্ষতি ভূরুঙ্গামারীতে সেতুর পাটাতন ভেঙে আটকে গেছে ট্রাক, যান চলাচল বন্ধ মাতৃভাষা দিবসের ছুটিতে লক্ষাধিক পর্যটকের ভিরে কুয়াকাটা। নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি নাহিদ, সম্পাদক রিজভী নির্বাচিত খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন : জয়নুল আবেদীন ভাষার জন্য রক্ত দেওয়ার অহংকার আলফাডাঙ্গায় ফ্রি ব্লাড গ্রুপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন “লংগদুতে জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “
বোয়ালমারীতে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত

বোয়ালমারীতে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ইট বোঝাইকৃত অবৈধ থ্রি-হুইলার (খেক্কর) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হামিম মোল্যা (২৫) নামে এক চালক নিহতের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির-বনচাকি মাদ্রাসার এ দুর্ঘটনা ঘটে।

নিহত থ্রি-হুইলারের চালক পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মান্নান মোল্যার ছেলে। এ ঘটনায় পরিবহনটির আরোহী অপর দুই শ্রমিক আহতের খবর পাওয়া গেছে। নিহত-আহতরা সকলেই একই এলাকার বাসিন্দা। থানা ও এলাকা সূত্রে জানা যায়, মাগুরার মহম্মদপুর উপজেলার বাটা ব্রিকস নামে ইট ভাটা থেকে ইট বোঝাইকৃত থ্রি-হুইলারটি (খেক্কর) শুক্রবার দুপুর দেড়টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগরের উদ্দ্যেশ্যে যাচ্ছিল। দ্রুত গতির থ্রি-হুইলারটি মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির-বনচাকি মাদ্রাসার সামনে পৌচ্ছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গাড়ীর নিচে চাপা পড়ে চালক হামিম ঘটনাস্থলেই মারা যায়। থ্রি-হুইলারে চালক হামিম মোল্যা ছাড়াও গাড়ীতে দুইজন সহযোগী ছিলেন। ইট বোঝাইকৃত গাড়ীর সাথে থাকা আহত তারিকুল ইসলাম জানান, আমাকে ও আহত সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে আমরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এসেছি। দূর্ঘটনায় মারা যাওয়া হামিমের লাশ আমাদের সাথেই বাড়িতে আনা হয়েছে।  

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে নিহত-আহতদের কাউকে না পেয়ে হাসপাতালে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। পুলিশ পৌঁছানোর আগেই মৃতদেহ নিয়ে স্বজনরা মহম্মদপুর উপজেলার গ্রামের বাড়িতে চলে গেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে দুর্ঘটনা ও নিহত ব্যক্তির বিষয়ে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com