আজ শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে ইট বোঝাইকৃত অবৈধ থ্রি-হুইলার (খেক্কর) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হামিম মোল্যা (২৫) নামে এক চালক নিহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির-বনচাকি মাদ্রাসার এ দুর্ঘটনা ঘটে।
নিহত থ্রি-হুইলারের চালক পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মান্নান মোল্যার ছেলে। এ ঘটনায় পরিবহনটির আরোহী অপর দুই শ্রমিক আহতের খবর পাওয়া গেছে। নিহত-আহতরা সকলেই একই এলাকার বাসিন্দা। থানা ও এলাকা সূত্রে জানা যায়, মাগুরার মহম্মদপুর উপজেলার বাটা ব্রিকস নামে ইট ভাটা থেকে ইট বোঝাইকৃত থ্রি-হুইলারটি (খেক্কর) শুক্রবার দুপুর দেড়টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগরের উদ্দ্যেশ্যে যাচ্ছিল। দ্রুত গতির থ্রি-হুইলারটি মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির-বনচাকি মাদ্রাসার সামনে পৌচ্ছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গাড়ীর নিচে চাপা পড়ে চালক হামিম ঘটনাস্থলেই মারা যায়। থ্রি-হুইলারে চালক হামিম মোল্যা ছাড়াও গাড়ীতে দুইজন সহযোগী ছিলেন। ইট বোঝাইকৃত গাড়ীর সাথে থাকা আহত তারিকুল ইসলাম জানান, আমাকে ও আহত সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে আমরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এসেছি। দূর্ঘটনায় মারা যাওয়া হামিমের লাশ আমাদের সাথেই বাড়িতে আনা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে নিহত-আহতদের কাউকে না পেয়ে হাসপাতালে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। পুলিশ পৌঁছানোর আগেই মৃতদেহ নিয়ে স্বজনরা মহম্মদপুর উপজেলার গ্রামের বাড়িতে চলে গেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে দুর্ঘটনা ও নিহত ব্যক্তির বিষয়ে অবগত করা হয়েছে।